মৌলভীবাজারে ব্রিজ ভেঙে ট্রেনের বগি খালে; নিহতের সংখ্যা বেড়ে ৭

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়ে খালে ছিটকে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া আহত অন্তত দুই শতাধিক।

রোববার রাত ১১টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে বনশাইল নামক স্থানে সেতু ভেঙ্গে উপবন ট্রেনের তিনটি বগি ছিটকে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।

রাত ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রচুর। অনেকে এম্বুলেন্স সিএনজিসহ যে যেভাবে পারছে আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে।

তবে রাত পৌনে ২টার দিকে আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছে। তবে কর্তৃপক্ষের কেউ এখনও হতাহতের বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেনি।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ পরিচালক মজিবুর রহমান রাত ১টা ৫৫মিনিটের দিবে চার জনের লাশ উদ্ধার করার কথা জানিয়েছেন।

এই ট্রেনের যাত্রী আরটিভির স্টাফ রিপোর্টার আশিক মাহমুদ বলেন, ট্রেন দুর্ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। ট্রেনটির যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

/এসএস

মন্তব্য করুন