জাফলংয়ে সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই সংস্কার চলছে

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

গোয়াইনগাট প্রতিনিধি: এবার সিলেটের জাফলংয়ে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক সংস্কার কাজের খবর পাওয়া গেছে। দেশের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং সড়কের বল্লাঘাট বাজারে রাস্তার মধ্যে ১১ হাজার বোল্টেজের বিদ্যুতের খুটি রেখে চলছে এ সংস্কার কাজ।

অত্র এলাকার সবচেয়ে ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম সড়ক এটি। আশপাশ এলাকা জুড়ে রয়েছে জেলা পরিষদের রেষ্ট হাউজ, পিকনিক স্পট, বাজারসহ বিভিন্ন বড় বড় বিল্ডিং।

সড়কের মাঝেই খুঁটি রেখে নির্মাণ কাজ করায় দূর্ঘটনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে রাতে চলাচলের জন্য রাস্তার মধ্যে এরকম বৈদ্যুতিক খুঁটি খুবই বিপদজনক বলে মনে করেন এলাকাবাসী সহ যানচালকরা।

স্থানীয়রা জানায়, জাফলংয়ের পিয়াইন নদি থেকে উত্তোলিত পাথর, বালুসহ পর্যটকবাহী যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করে। এই এলাকায় রাতে মাঝে মধ্যে বিদ্যুৎ না থাকার কারনে রাস্তাগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এমনিতেই তখন এ সড়কে চলাচলের জন্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে হয় চালকসহ স্থানীয়রা।

হাইকোর্টের নির্দেশনামতে দেশের সকল সড়ক থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ করার কথা থাকলেও কিভাবে এই সড়কে বিদ্যুতের খুঁটি রেখে সড়ক সংস্কার কাজ করছে কর্তৃপক্ষ-এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। দূর্ঘটনা থেকে বাঁচতে তারা সড়ক থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ।

মন্তব্য করুন