
কক্সবাজারের রামুতে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
আজ রোববার (২৩ জুন) সকাল ৮টার দিকে রামু-মরিচ্যা সড়কের থোয়াইংগ্যাকাটা পাইন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কচ্ছপিয়ার ইউনিয়নের ছোট জুমছড়ি এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (৭০) ও ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ শ্রীকুল গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৫০)। তারা দুজনেই লেগুনার যাত্রী ছিলেন।
রামু থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, রামু চৌমুহনী স্টেশন থেকে মরিচ্যামুখী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মরিচ্যা স্টেশন থেকে ছেড়ে আসা রামুমুখী মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার যাত্রী নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে আব্দুর রহমানের মৃত্যু হয়। আহত অন্যদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
জিআরএস/পাবলিক ভয়েস

