বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হাতাহাতি

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শ্রমিক লীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলের ডালা নিয়ে নগর আওয়ামী লীগ কার্যালয়ে আসেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেলে রানার সমর্থকরা।

তারা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিতে চাইলে বাধা দেন শ্রমিক লীগের সভাপতি আবুল খায়েরের সমর্থকরা। এনিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে পৌঁছায়।

নগর শ্রমিক লীগের নেতা সাগর জানান, সবাই মিলে ফুল দেওয়ার কথা। কিন্তু সাধারণ সম্পাদক তার অনুসারীদের নিয়ে একাই ফুল দিতে যান। এনিয়েই ঘটনার সূত্রপাত।

নগর শ্রমিক লীগের সভাপতি আবুল খায়ের জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। ফলে কি ঘটেছে তিনি জানেন না।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, শ্রমিক লীগের দু’গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিলো। তিনি গিয়ে সেটি মিটিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, আজ ২৩জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটি কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে ব্যাপক কর্মসূচি নিয়েছে।

/এসএস

মন্তব্য করুন