জামায়াত নেতার জানাজায় ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

আ.লীগ দলীয় সংসদ সদস্য ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভীর শ্বশুর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরীর জানাজার সময় ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শনিবার বাদ জোহর নগরী চট্টগ্রাম কলেজ মাঠে (প্যারেড মাঠ) মুমিনুল হক চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার ভোরে মাওলানা মুমিনুল হক চৌধুরী ইন্তেকাল করেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংঘর্ষে জানাজায় অংশ নেয়া এক শিক্ষানবীশ আইনজীবীসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। জানাজায় এমপি ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী ছিলেন না।

জানা গেছে, মোমিনুল হকের জানজায় শরীক হতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বেলা দেড়টার দিকে প্যারেড মাঠে জড়ো হয়। জানাজা শুরু আগ মুহূর্তে চট্টগ্রাম কলেজ থেকে ছাত্রলীগের একটি মিছিল নিয়ে জানাজার দিকে এগুতে থাকলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দুপক্ষের লোকজন ইট পাটকেল নিক্ষেপ করে।

শিবির নেতারা বলছেন, পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে ছাত্রলীগ জানাজায় হামলার উৎসাহ পায়।

ছাত্রলীগ বলছে, জামায়াতের নেতা মুমিনুল হক চৌধুরীর জানাজা কলেজের মাঠে করার যে অনুমতি প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দিয়েছে সেটা আমরা জানতাম না। ওই জানাজায় ইসলামী ছাত্র শিবিরের কয়েকশ নেতাকর্মী অংশ নিতে আসে। তাদের মধ্যে নগর ছাত্রশিবিরের সভাপতি আ স ম রায়হান, জুবায়ের ও হান্নানসহ কয়েকজন শিবির ছিল। তাদের দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেয়।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন বলেন, মমিনুল হক চৌধুরীর জানাজায় কিছু ছেলেপেলে মারমুখী হয়ে ওঠে এবং ছাত্রলীগের ছেলেরা এগিয়ে এলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঝখানে অবস্থান নেয়। এতে কয়েকজন সামান্য আহত হয়ে থাকতে পারেন। তবে বর্তমানে কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত আছে বলে জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন