কলেজছাত্রীর বাবার কান ছিঁড়ে নেয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৯

সাতক্ষীরার দেবহাটায় মেয়েকে উত্ত্যক্ত করায় বাধা দেয়ায় বাবার কান ছিঁড়ে নেয়া সেই বখাটে ছাত্রলীগ নেতা আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২১ জুন) গভীররাতে দেবহাটার সখিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বখাটে আবু জাফর দেবহাটা থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও ঘলঘলিয়া গ্রামের রিয়াজুল সরদারের ছেলে।

এ ঘটনার পর সংগঠন থেকে আবু জাফরকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।

দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন জানান, অভিযোগের পরপরই দেবহাটা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু জাফরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কান হারানো বাবা আজিজুল ইসলাম খোকন জানান, তার মেয়ে দেবহাটা সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ে। জাফর তাকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল।

এতে বাধা দিলে আবু জাফর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে ঘলঘলিয়া বাজারে যাওয়ার পথে বখাটে আবু জাফর তার উপর আতর্কিত হামলা চালায়। এ সময় তার বাম কানটি কামড়ে ছিঁড়ে নেয় সে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আবু জাফর পালিয়ে ছিলেন। গতকাল শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সখিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন