আশুলিয়ায় ২ নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৯
প্রতীকী ছবি

আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম রুবি আক্তার (৩০) ও জান্নাতি (১৯)। জান্নাতি রংপুর জেলার বদরগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে।

রুবি আক্তার ধামরাই উপজেলার চন্ডিশ্বর গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি স্বামী-সন্তানের সঙ্গে আশুলিয়ার কোনাপাড়া চিরিঙ্গা পুকুরপাড় এলাকায় ভাড়া থেকে ডিইপিজেড পুরাতন জোনের লেনিফ্যাশনে চাকরি করতেন।

শুক্রবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী কোনাপাড়া চিরিঙ্গা পুকুরপাড় এলাকা ও ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় রুবির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া জান্নাতির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন