পাইকগাছায় বজ্রপাতে প্রাণ গেল দুইজনের

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

খুলনার পাইকগাছায় বজ্রপাতে দুই ঘের কর্মচারী নিহত হয়েছেন। এতে এক নারী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে উপজেলার লতা ইউনিয়নের গদারডাঙ্গায় আনোয়ারের চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাঁকা গ্রামের অনন্ত ঘোষ (৬০) ও ডুমুরিয়ার জলিল মোড়ল (৫০)। আহত হয়েছেন বেলা রাণী (৪০) নামে এক নারী।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঘের কর্মচারী অনন্ত ঘোষ, জলিল মোড়ল ও বেলা রাণী ঘেরে সার প্রয়োগ করছিলেন। এ সময় বজ্রপাতে অনন্ত ও জলিল ঘটনাস্থলেই মৃমারা যান। বেলা রাণীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

পাইকগাছার কপিলমুনি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা ( আইসি) সঞ্জয় কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন