যমুনা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস ডেস্ক এডিট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার মাছুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মাছুয়াপাড়ার হামিদুল ইসলামের মেয়ে আঁখি মনি (৪) ও আইয়ুব আলীর মেয়ে আমপি (৬)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হাসান জানান, সকালে আঁখি মনি ও আমপি এক সঙ্গে খেলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে তারা ওই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর ধারে চলে যায় এবং নদীর পানিতে পড়ে যায়।

এলাকাবাসী ও ডুবুরি নদীতে খোঁজাখুজির পর দুপুর ১২টায় শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় গুপ্ত তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জিআরএস/পাবকলিক ভয়েস

মন্তব্য করুন