গাজীপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

গাজীপুরের শ্রীপুর উপজেলার কপাটিয়াপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২১ জুন) বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, উপজেলার কপাটিয়াপাড়া এলাকায় একটি পুকুরে ওই নারীর গলাকাটা মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা-যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই নারীকে গলা কেটে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে পালিয়েছে।

মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি জাবেদুল।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন