কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) পরিচয়ের এক ব্যাক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর বিজিবি সেক্টরের পশ্চিমে রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার রুহুল আমিন জানান, সকালে ট্রেনে কাটা পড়া একটি মরদেহ দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। তবে তিনি কোন রেলের নিচে কাটা পড়েছেন সে সম্পর্কে এখনও নিশ্চিত হয়া সম্ভব হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, সকালে ঈশ্বরদী থেকে খুলনাগামী সাগরদাড়ী এক্সপ্রেক্স ট্রেনের নিচে কাটা পড়েছেন ওই ব্যক্তি। এখন পর্যন্ত নিহতের নাম ঠিকানা জানা যায়নি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন