

চট্টগ্রামের হাটহাজারী ও সীতাকুন্ড উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ জুন) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাটহাজারীর উদালিয়া এলাকার আবু জাফরের ছেলে মো. রনি (২৩) ও সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ির গামারীতলা এলাকার শফিউল আলমের ছেলে সবুজ (২২)।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাটহাজারীর সরকার হাট এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মো. রনি নিহত হয়। বাস ও পিকআপ দুটিকে আটক করা হয়েছে। মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুন্ড সার্কেল) সম্পা রানী সাহা বলেন, আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সীতাকুন্ড উপজেলার লালবেগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ নামে এক যুবক গুরুতর আহত হয়। পরে ভাটিয়ারির বিএসবিএ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিআরএস/পাবলিক ভয়েস