কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৯

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ট্রেনে কাটা পড়ে কুলসুম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশুহাট রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর জিগাতলা এলাকার জনি আলীর স্ত্রী।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, কুলসুম তার স্বামীর সঙ্গে মিরপুর হোটেল এ বাবুর্চির কাজ করেন। নতুন ভাড়া বাসা খোঁজার জন্য তারা রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন। এসময় ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন