ফুলপুরে অটোরিকশা চাপায় মাদরাসাছাত্রী নিহত

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় শহিদা (১৩) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে।

আজ বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার রূপসী ইউনিয়নের কাতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, মাদরাসায় যাওয়ার জন্য ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়।

এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন