
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়ায় ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় কর্মরত লিউ সি (৪৫) নামে এক চীনা নাগরিককের মৃত্যু হয়েছে। এসে আহত হয়েছে দুই বাংলদেশি আরও ৭ জন।
আজ বুধবার (১৯ জুন) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে কলাপাড়ার ওই নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় দুইজনের মৃত্যু হল। যার মধ্যে সাবিন্দ্র দাস (৩২) নামের এক বাংলাদেশি শ্রমিকও রয়েছে।
লিউ সির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, কলাপাড়া থেকে গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে সেখানে কর্মরত ছয় চীনা নাগরিক ও দুই বাংলাদেশি শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়।
‘এর মধ্যে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে লিউ সির মৃত্য হয়েছে। বাকি পাঁচ চীনা নাগরিককে আজ বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে,’ যোগ করেন তিনি।
জিআরএস/পাবলিক ভয়েস

