ডুমুরিয়া উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজাজ বিজয়ী

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজী এজাজ আহমেদ। প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মোস্তফা সরোয়ারকে ৩৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। এজাজ জেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ডুমুরিয়ার সাবেক চেয়ারম্যান প্রয়াত গাজী আব্দুল হাদির পুত্র।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম জানান, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ৯৪টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে ঘোড়া প্রতীক নিয়ে এজাজ আহমেদ পেয়েছেন ৮২ হাজার ৮১৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের মোস্তফা সরোয়ার পেয়েছেন ৪৩ হাজার ৬২৩ ভোট। তাদের দু’জনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ১৮৭ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে গাজী আব্দুল হালিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিনা পারভীন রুমা বিজয়ী হয়েছেন।

এরআগে পঞ্চম উপজেলা নির্বাচনের শেষ ধাপে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নের মোট ৯৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, জেলা পুলিশ সুপার এস এস শফিউল্লাহ-সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মকর্তাবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন মোস্তফা সরোয়ার (নৌকা), গাজী এজাজ আহমেদ (ঘোড়া), মো. মাহবুবুর রহমান মোল্লা (আনারস), সেলিম আকতার স্বপন (হাতুড়ী) ও শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার (দোয়াত কলম)।

মন্তব্য করুন