মান্দায় মাকে হত্যার পর মেয়েকে ধর্ষণ, ধর্ষক আটক

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

নওগাঁর মান্দা উপজেলায় মাকে গলাকেটে হত্যার পর অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (১৭ জুন) দিনগত রাতে নিহতের শয়নঘরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক ধর্ষক সামিউল ইসলাম সাগরকে (২২) আটক করেছে পুলিশ। সাগর উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকশ্যামরা গ্রামের জান মোহাম্মদের ছেলে।

নিহতের নাম নাসিমা আক্তার সাথী (৪০)। তিনি উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের এমদাদুল হক মণ্ডলের স্ত্রী।

এমদাদুল হক বলেন, আমি নাটোরের একটি ফার্মে নৈশপ্রহরীর চাকরি করি। বাড়িতে স্ত্রী সার্থী ও ছোট মেয়ে এক সঙ্গে নওগাঁর মান্দায় বাড়িতে থাকেন। গতকাল সোমবার দিনগত রাতে মোবাইল ফোনের মাধ্যমে স্ত্রীর মৃত্যুর সংবাদ জানতে পারি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহতের ছোট মেয়ে রীমার সঙ্গে আটক সাগরের প্রেমের সর্ম্পক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরই জেরে গতকাল সোমবার দিনগত রাতে মেয়েটিকে হত্যার উদ্দেশে তাদের বাড়ির পেছন দিয়ে ছাদে উঠে অপেক্ষা করতে থাকেন সাগর। পরে ছাদ থেকে নেমে রীমার ঘরে প্রবেশ করেন। এসময় মা ও মেয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন।

সাগর কৌশলে রীমাকে জাগিয়ে তার সঙ্গে কথা বলার সময় সাথী জেগে ওঠেন। এসময় সাগরের কাছে থাকা চাকু দিয়ে সাথীর শরীরের একাধিক আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় তাকে জবাই করে হত্যা করে সাগর। পরে অস্ত্রের মুখে জিম্মি করে রীমাকে ধর্ষণ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাগর এ ধরনের তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন ওসি।

আজ মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন