বাড়ি থেকে তুলে নিয়ে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ; চার দিন পর ধর্ষিতার মৃত্যু

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পরেরদিন উদ্ধার হওয়া ধর্ষিতা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর ওই ছাত্রীর মৃত্যু হয়।

জানা যায়, ধর্ষিতা ফারজানা আক্তার (১৭) উপজেলার উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের পূর্ব রবিপুর গ্রামে ফরাজী বাড়ির সালাম ফরাজীর মেয়ে। গত ১২ জুন তাদের বাড়িতে পিকনিকের আয়োজন হয়েছিলো। বাড়িতে উচ্চ আওয়াজে সাউন্ড বক্সে গান বাজনা হয়।

এই সুযোগে ওই দিন রাতে মোঃ তরিকুল ইসলাম (পিতাঃ আব্দুল রব) সাওন গাজী, (অজ্ঞাত), সাওন ফরাজী (পিতাঃ মোজাম্মেল ফরাজী), জোবায়ের (পিতাঃ আব্দুস ছত্তার খলিফ),  রাসেদ (পিতাঃ হুমায়ুন), রাজীবসহ (পিতাঃ আব্দুল মতিন) মোট ছয় জন মিলে পাশের বাড়ি হুমায়ুন হাওলাদারের ঘড়ে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরেরদিন সকালে, তরিকুল নামে একজন ফারজানা সত্রাজ বাজারে আছে বলে তার বাবাকে খবর দেয়। পরে বাজারে গিয়ে মেয়েকে না পেয়ে মিয়া বাাড়ির সামনে থেকে মেয়েকে উদ্ধার করেন সালাম ফরাজী।

বাড়িতে আসার পর ফারজানা লোক লজ্জার ভয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদার ও ফারজানার পিতা সালাম ফরাজী ধর্ষনের বিষয় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালামকে অবহিত করলে তিনি তাৎক্ষনিক ফারজানাকে বরিশাল শেবাচিমে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। এবং অভিভাবক মামলা দিলে আইনগত ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঘটনার চার দিন পর গত রবিবার (১৬ জুন) বরিশাল শেবাচিমের ৪ তলায় মহিলা ওয়ার্ডে ৪০১ নং রুমে চিকিৎসাধীন অবস্থায় ফারজানার মৃত্যু হয়।

এ ব্যাপারে ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদার বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি হওয়া উচিৎ।

গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এ.এস.এম জুলফিকার হায়দার জানান, গনধর্ষন হয়ে থাকলে এর কোনো স্থানীয়ভাবে শালিশ মিমাংসা হয় না। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি বলেন, অত্র ইউনিয়নে কোনো প্রকার ইভটিজিং, বাল্যবিবাহ সহ অসামাজিক কাজকর্ম এর বিরুদ্ধে সব সময় তিনি সোচ্চার রয়েছেন।

এদিকে ভিকটিমের পরিবার বলছে, অপরাধীরা স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে মিমাংসা করার জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে।

/এসএস

মন্তব্য করুন