
শেখ নাসির উদ্দিন, খুলনা: এক দফা স্থগিতের পর ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল ১৮ জুন মঙ্গলবার। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী লড়াই করছেন এ নির্বাচনে।
গতকাল রোববার মধ্যরাত থেকে সব ধরনের প্রচার বন্ধ হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে উপজেলার ১৪টি ইউনিয়নে ৭ প্লাটুন বিজিবি এবং চার প্লাটুন র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। খুলনার সর্ববৃহৎ এ উপজেলায় ৯৪টি কেন্দ্রে ২ লাখ ৪৪ হাজার ৫৭৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে পাঁচ চেয়ারম্যান প্রার্থী হলেন আ’লীগ মনোনীত মোঃ মোস্তফা সরোয়ার (নৌকা), বিএনপি সমর্থিত মোঃ মাহবুবুর রহমান মোল্লা (আনারস), স্বতন্ত্র গাজী এজাজ আহমেদ (ঘোড়া), সেলিম আকতার স্বপন (হাতুড়ী) ও শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার (দোয়াত কলম)। আটজন ভাইস-চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বিএনপি সমর্থিত গাজী আব্দুল হালিম (টিয়া পাখি), স্বতন্ত্র আব্দুল লতিফ মোড়ল (বাইসাইকেল), এম এ এরশাদ (টিউবওয়েল), জামিল আক্তার লেলিন (মাইক), শেখ মুজিবুর রহমান (উড়োজাহাজ), গোবিন্দ কুমার ঘোষ (তালা চাবি), সুমন ব্রহ্ম ও এবং তিনজন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হলেন- শারমিন পারভীন রুমা (কলস), হাসনা হেনা (ফুটবল) ও মাকসুদা আক্তার রাখি (হাঁস)।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে আয়োজনের জন্য নির্বাচনী এলাকায় র্যাব, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাত প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকার প্রতি ইউনিয়নে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
নৌযান চলাচলে নিষেধাজ্ঞা : ডুমুরিয়া উপজেলায় ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় লঞ্চ, স্পিড বোট ও ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকা সাপেক্ষে), নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশ-বিদেশি সাংবাদিক (পরিচয় পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি সেবা যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য নৌযান চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে ভোটার ও জনগণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে নৌযান চলাচলের ক্ষেত্রে ও দূর পাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ৩১ মার্চ খুলনার ডুমুরিয়া উপজেলায় নির্বাচনের দিন নির্ধারিত ছিল। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে একজন প্রার্থীর করা রীটের প্রেক্ষিতে আদালতের নির্দেশে স্থগিত ছিল নির্বাচন।

