

হাটহাজারীর কুয়াইশ-অক্সিজেন সড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোশারফ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
মোশারফ কেডিএস লজিস্টিকসের সুপারভাইজার হিসেবে চাকরি করতেন। তার বাড়ি কক্সবাজারের কতুবদিয়ার পূর্ব আলী আকবর ডেইলে। তিনি অক্সিজেনের বেপারিপাড়া এলাকায় বসবাস করতেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অক্সিজেন-কুয়াইশ সড়কের পাশ থেকে মোশারফের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। রাতে অভিযান চালিয়ে ওই ট্রাক জব্দ করা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস