
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিফ দাড়িয়া (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৬ জুন) সকালে উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত আহাদ দাড়িয়ার বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে রাব্বি (৮) তার ছোট ভাই আরিফকে কোলে নিয়ে বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে তার কোল থেকে পুকুরের পানিতে পড়ে যায় আরিফ।
ছোট ভাই পানিতে পড়ে গেলেও বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় রাব্বি কাউকে কিছু না জানিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। এসময় প্রতিবেশি এক ব্যক্তি দেখতে পেয়ে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন শিশুটিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
জিআরএস/পাবলিক ভয়েস

