এস-৪০০ কিনলে বড়সড় ক্ষতি হবে বলে ভারতকে আমেরিকার হুঁশিয়ারি

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

আমেরিকার চোখরাঙানি সত্ত্বেও গত অক্টোবরে রাশিয়ার সঙ্গে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কেনার চুক্তিতে সই করে ভারত। ভারতের এস-৪০০ কেনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে আমেরিকা।

রাশিয়ার থেকে এস-৪০০ কিনলে ভারতের বড়সড় ক্ষতি হবে বলে ফের হুঁশিয়ারিও দিয়েছে আমেরিকা। মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো ওসাকায় ‘জি-২০’ জোটের দেশগুলির শীর্ষ সম্মেলনের মাঝে এ কথা জানান বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা জি নিউজ।

সম্প্রতি মার্কিন বিদেশ দফতরের সহকারী সেক্রেটারি অ্যালিস ওয়েলস জানান, প্রতিরক্ষায় ভারতকে যতটা সম্ভব সাহায্য করতে রাজি আছে আমেরিকা। ভারতের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও চুক্তি করতে আগ্রহী তারা।

ভারতকে আরও অনেক নতুন সমরাস্ত্র বেচতে রাজি আমেরিকা। তবে দিল্লি যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার সিদ্ধান্ত থেকে পিছু না হঠে, সে ক্ষেত্রে আমেরিকাও অন্য ভাবে ভাবতে বাধ্য হবে।

মাস খানেক আগে বায়ুসেনা প্রধান, বি এস ধানোয়া এস-৪০০-কে ‘গেমচেঞ্জার’ আখ্যা দিয়েছিলেন। এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা হামলাকারী যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা ড্রোন চিহ্নিত করে তাকে পালটা ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে দিতে সক্ষম।

এর পাল্লা ৪০০ কিলোমিটার। অর্থাত্, ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম। যার অর্থ হল, পাকিস্তানের প্রায় সবকটি বায়ুসেনা ঘাঁটি, চিনের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি ভারতের নাগালের মধ্যে চলে আসবে। পাকিস্তান আর চিনের সম্পর্ক যে ভাবে সীমান্তে ভারতের চাপ বাড়াচ্ছে, সে ক্ষেত্রে এস-৪০০ যে প্রতিরক্ষায় অনেকটাই শক্তি বাড়াবে, তাতে কোনও সন্দেহ নেই।

২০০৭ সালে এস-৪০০ তৈরি করে রাশিয়া। একই সঙ্গে ৪৮টি শত্রু ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে মাটিতে নামাতে সক্ষম এই আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা।

এ ছাড়া, যে সব অত্যাধুনিক যুদ্ধবিমানকে রাডারে ধরা যায় না, সেগুলিকেও চিহ্ণিত করতে পারে এই এস-৪০০। তাই ভারত-রাশিয়ার এস-৪০০ চুক্তি নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তিত আমেরিকা, পাকিস্তান, চিনের মতো সামরিক শক্তিতে মহাশক্তিধর দেশগুলিও।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন