টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধারকক্সবাজারের টেকনাফের শামলাপুরের দুর্গম পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক কারবারি নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা, চারটি দেশীয় বন্দুক (এলজি) ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. জাহাঙ্গীর ও সোহেল নামের র‌্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে র‌্যাব। আজ (রোববার) ভোর রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত মাদক কারবারিরা হলেন, কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়ার দিল মোহাম্মদ (৪২), একই এলাকার মো. ইউনূছের ছেলে রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব জানান, গোপন সূত্রে খবর পেয়ে একটি দল টেকনাফে শামলাপুর পাহাড়ি এলাকায় ইয়াবা উদ্ধারে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এসময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্য়ায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল র‌্যাব তিনজনের গুলিবিদ্ধ মরদেহ, ১ লাখ ৪০ হাজার ইয়াবা, চারটি দেশীয় তৈরি বন্দুক ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসএস

মন্তব্য করুন