নাটোরে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৯

নাটোরের গুরুদাসপুর উপজেলার মোল্লাবাজার এলাকায় বজ্রপাতে সুবিলি বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৪ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবিলি ওই এলাকার মৃত নাসির উদ্দিনের স্ত্রী।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত রানা লাবু বলেন, সুবিলি বেগম বাড়ির পাশে মাঠে ছাগল চড়াচ্ছিলেন। দুপুরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে ছাগলসহ তিনি একটি আম গাছের নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে দু’টি ছাগলসহ তিনি ঘটনাস্থলে মারা যান। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন