নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯

নেত্রকোনার খালিয়াজুরীতে ডোবার পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলা সদরের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক রফিকুল ইসলাম (৩০) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

খালিয়াজুরী থানা পুলিশের ওসি এটিএম মাহমুদুল হক জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন