
দুপুরে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রীর পক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ দুপুর (শুক্রবার) ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলবেন তিনি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে কাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অসুস্থাবোধ করায় অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী বাজেট বক্তৃতা পেশ করেন।
পরে সংসদ থেকে বেরি হাসপাতালে চলেন অর্থমন্ত্রী। েএর আগে তিনি হাসপাতাল থেকে বাজেট উপস্থাপনের জন্য সংসদে যোগ দিয়েছিলেন।
অসুস্থতার কারণে বাজেটোত্তর সংবাদ সম্মেলনও করতে পারবেন না অর্থমন্ত্রী।এ জন্য অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলবেন।
/এসএস