উন্নয়নের ধারা অব্যাহত রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আবারো নৌকায় ভোট দিন: শেখ হাসিনা

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

পাবলিক ভয়েস: ৪৭ বছর পর যারা মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায় তারা স্বাধীনতা আর বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেনা বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করনীয় নামের শীর্ষক এক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফর উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সেনা বাহিনী মাঠে নামা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করলে ৩০ ডিসেম্বর দেশে ভোট বিপ্লব হবে।

মামলা-হামলা গ্রেফতারের তীব্র নিন্দা জানান ঐক্যফ্রন্টের ইলেকশন কমিটির প্রধান নজরুল ইসলাম খান। সংবিধানে মেনে ভোট কেন্দ্র পাহারা দেয়ার মাধ্যমে জয় সুনিশ্চিত করার কথা জানান ড. কামাল হোসেন

মন্তব্য করুন