দুর্নীতি, সন্ত্রাস আর লুটপাট ছাড়া কিছুই দিতে পারেনি বিএনপি-জামায়াত: শেখ হাসিনা

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

পাবলিক ভয়েস: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতি, সন্ত্রাস আর লুটপাট ছাড়া দেশের মানুষকে কিছুই দিতে পারেনি বিএনপি-জামায়াত জোট। বিপরীতে, গত দশ বছরে দেশকে উন্নয়নের মহাসড়কে উন্নীত করেছে আওয়ামী লীগ।

তাই উন্নয়নের ধারা অব্যাহত রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আবারো আবারো নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা। দুপুরে, কামরাঙ্গীর চর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায়, এসব কথা বলেন, শেখ হাসিনা। তিনি বলেন, আগামীতে ক্ষমতায় এলে ঢাকায় পাতাল রেল চালু করা হবে, সচল করা হবে সব নৌপথ।

পৌষের দুপুরে লাখো সমর্থকের অপেক্ষার অবসান শেষ কামরাঙ্গীচর মাঠে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চ থেকে হাত নেড়ে অগুণতি মানুষের অভিবাদন গ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতি। তখন শ্লোগাণে মুখর হয়ে উঠে গোটা এলাকা।

বঙ্গবন্ধু কন্যা তার ভাষণে, বিএনপি জামায়াত জোটের ব্যর্থতা এবং তার সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন ভোটারদের উদ্দেশ্য। শেখ হাসিনা বলেন, তার লক্ষ্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এসময় ঢাকা নিয়ে তার আগামী দিনের স্বপ্নের কথাও জানান।

ভাষণের শেষ প্রান্তে দক্ষিণ ঢাকা ও ঢাকা জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ভোটারদের সঙ্গে। এ সময় আবারো নিজ দল ও মহাজোট প্রার্থীদের পক্ষে ভোট চান আওয়ামী লীগ প্রধান।

#এসজে

মন্তব্য করুন