

পাবলিক ভয়েস: কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান পাপন বলেছেন, ‘তিনবার ক্ষমতায় গিয়েও দেশের তেমন উন্নয়ন করতে পারেনি বিএনপি, ভবিষ্যতেও পারবে না। তাই তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই।’
এ সময় পাপন আরো বলেন, ‘দুর্নীতিবাজদের রক্ষা করতে ওরা দেশের ক্ষমতায় যেতে চায়। ওরা ক্ষমতা পেলে আবারও লুটপাট, দুর্নীতি আর খুনের রাজত্ব কায়েম করবে। তিনবার ক্ষমতায় গিয়েও দেশের তেমন উন্নয়ন করতে পারেনি তারা, ভবিষ্যতেও পারবে না। তাই তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই।’
লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌরসভার মেয়র ফখরুল আলম আক্কাছ, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
#এনাইাকিউ