হিফজ ছাত্রদের জন্য মারকাযুত তাকওয়ার আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ

প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৯

নামমাত্র খরচে তিনবেলা রুচিসম্মত খাবার, বিশুদ্ধ পানি, চব্বিশঘন্টা বিদ্যুত, নিরাপত্তা ব্যবস্থায় সার্বক্ষণিক সিসি ক্যামেরায় মনিটরিং, তালীমের সঙ্গে যথাযোগ্য তারবিয়াত ও শিক্ষার্থীদের কালেকশনমুক্ত রেখে উপযুক্ত একটি শিক্ষাক্যাম্পাস ‘মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’।


হিফজুল কোরআন বিভাগে চাহিদার প্রেক্ষিতে এবছর নতুন শাখা চালু করা হয়েছে ‘ভিআইপি/আন্তর্জাতিক শাখা’। নন্দিত ক্বারী ও মিশরে ক্বেরাতে অধ্যায়নরত আন্তর্জাতিক মানের মাশশাক ক্বারী ইলিয়াস লাহোরীর মাশক্ব এবং হুফফাজুল কোরআনের ট্রেনিংপ্রাপ্ত যোগ্য হাফেজ দ্বারা পরিচালিত নতুন এই বিভাগ।

বিস্তারিত…
প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে প্রিয় প্রতিষ্ঠান মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা। প্রতিষ্ঠার দ্বিতীয় বছর থেকে শুরু হয় হিফজুল কোরআন বিভাগ।

ফতোয়া বিভাগের বিশেষ সুনাম থাকলেও কিতাব বিভাগ ও হিফজুল কোরআন বিভাগও তেমন পিছিয়ে ছিল না। দুই বছর আগে সংযুক্ত করা হয় ‘তাখাসসুস ফিল বয়ান ওয়াল ইরশাদ’।

ওয়াজের ময়দানে কোরআন সুন্নাহবিরোধী তথা মনগড়া গল্পকাহিনী থেকে বেরিয়ে এসে, ধর্মপ্রাণ মানুষদের মাঝে সঠিক ইসলাম প্রচারের জন্য খাঁটি ওয়ায়েজ গড়ার লক্ষ্যে শুরু করা হয় ‘তাখাসসুস ফিল বয়ান ওয়াল ইরশাদ’।

ফতোয়া বিভাগে মুফতী মাহমুদুল হাসান জমমেদসহ যোগ্য শিক্ষকদের তদারকি ও পাঠদানে মারকাযুত তাকওয়ার ফতোয়া বিভাগের সুনাম দেশব্যাপী।

কিতাব বিভাগে ‘মোতাফাররেকা’ শাখার অর্জনও নজরকাড়া। হাফেজ ও দাখেল পাশ ১৮ উর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের জন্য এক বছরে ইবতেদায়ী থেকে মিযান জামাত পর্যন্ত পড়ানো হয় এই বিভাগে। এই বিভাগটিতে শিক্ষকদের কঠোর পরিশ্রম ও বন্ধুসূলভ তদারকিতে শিক্ষার্থীরা সহজেই মানিয়ে নিতে পারে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে ক্লিক করুন
মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ভর্তি সংক্রান্ত তথ্য

কিতাব বিভাগে নাহবেমীর থেকে মেশকাত পর্যন্ত যোগ্য শিক্ষকদের তদারকিতে যোগ্য হয়ে গড়ে ওঠে শিক্ষার্থীরা। বেফাকবোর্ডে প্রতিবছর ১০০% উত্তীর্ণ মারকাযের শিক্ষার্থীরা। এ বছর মারকায এলাকায় পানি না থাকায় পরীক্ষার আগেরদিন পর্যন্ত মাদরাসা বন্ধ ছিল।

পরীক্ষার দিন শিক্ষার্থীরা তেমন প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিতে বাধ্য হয়। এরপরও বেফাক বোর্ডে প্রায় সবগুলো জায়্যিদজিদ্দান নিয়ে ১০০% উত্তীর্ণ হয়।

হিফজুল কোরআন বিভাগে চাহিদার প্রেক্ষিতে এবছর নতুন শাখা চালু করা হয়েছে ‘ভিআইপি/আন্তর্জাতিক শাখা’। নন্দিত ক্বারী ও মিশরে ক্বেরাতে অধ্যায়নরত আন্তর্জাতিক মানের মাশশাক ক্বারী ইলিয়াস লাহোরীর মাশক্ব এবং হুফফাজুল কোরআনের ট্রেনিংপ্রাপ্ত যোগ্য হাফেজ দ্বারা পরিচালিত নতুন এই বিভাগ। তিনবেলা রুচিসম্মত খাবার ছাড়াও এই বিভাগের শিক্ষার্থীদের জন্য বিকালে নাস্তার ব্যবস্থাও থাকবে।

নামমাত্র খরচে তিনবেলা রুচিসম্মত খাবার, বিশুদ্ধ পানি, চব্বিশঘন্টা বিদ্যুত, নিরাপত্তা ব্যবস্থায় সার্বক্ষণিক সিসি ক্যামেরায় মনিটরিং, তালীমের সঙ্গে যথাযোগ্য তারবিয়াত ও শিক্ষার্থীদের কালেকশনমুক্ত রেখে উপযুক্ত একটি শিক্ষাক্যাম্পাস ‘মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’।

প্রতিষ্ঠাতা ও পরিচালক: দেশের আলোচিত গবেষক আলেম, মুফতী হাবিবুর রহমান মিছবাহ [কুয়াকাটা]

মন্তব্য করুন