দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিলটন গ্রেফতার

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও প্রকাশক এবং খুলনা প্রেসকাবের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিলটনকে মানিলন্ডারিং মামলায় গ্রেফতার করেছে সিআইডি পুলিশের একটি দল।

সোমবার (১০ জুন) বেলা ২টার দিকে নগরীর অভিজাত সিটি ইন হোটেল থেকে গ্রেফতার করে নড়াইল জেলার কালিয়া থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন খুলনা প্রেসকাব নেতৃবৃন্দসহ কর্মরত সাংবাদিকরা। তারা বলেছেন, চলন্তিকা যুব সোসাইটি নামক একটি বেসরকারি সংস্থার অর্থ আত্মসাতকে কেন্দ্র করে একটি মহল দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটনকে দীর্ঘদিন ধরে একের এক মামলা দিয়ে হয়রানি করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন দুপুরে একটি ব্যাংকে ব্যক্তিগত কাজে যান। সেখানে থাকা অবস্থায় তাকে সিআইডির এক কর্মকর্তা ফোন করে দেখার করার আগ্রহ প্রকাশ করেন। মিলটন দুপুর ২টার দিকে হোটেল সিটি ইনে গেলে সাদা পোশাকের সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করে।

ওদিকে বিকেল পর্যন্ত মিলটনের মোবাইল সংযোগ বন্ধ থাকায় তার স্বজন ও সহকর্মীদের উদ্বীগ্ন হয়ে পড়েন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। পরে সহকর্মীরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেন। একপর্যায়ে তারা জানতে পারে হোটেল সিটি ইন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সন্ধ্যার দিকে নড়াইল কালিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিলটনসহ ৩ জনকে সিআইডি পুলিশ তাদের কাছে হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে সিআইডি মিজানুর রহমান মিলটন নামের একজনকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা হবে। তবে কে বাদী হবে তা এখনো জানা যায়নি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন