জাপানের রেস্তোরায় বিস্ফোরণ, আহত ৫

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

জাপানের পূর্বাঞ্চলীয় তোশিগি শহরে রোববার ভোরে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা সিনহুয়া’র বরাতে জানা যায়, স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে রেস্তোরাঁয় আগুন ধরে যায়। প্রায় দুই ঘন্টা পর আগুন নেভানো হয়।

এই ঘটনায় চার পুরুষ ও এক নারী আহত হয়েছে।

একটি অ্যাপার্টমেন্টে ভবনের নিজ তলার রেস্তোরাঁটি অবস্থিত।

রেস্তোরাঁর ম্যানেজার জানায়, অগ্নিকান্ডের সময় এটি বন্ধ ছিল।

ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

(বাসস)

মন্তব্য করুন