মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ভর্তি সংক্রান্ত তথ্য

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুন ১০, ২০১৯

প্রতিষ্ঠার শুরু থেকেই কওমি অঙ্গণে প্রশংসা কুঁড়িয়ে আসছে মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার। দেশের নানান জায়গা থেকে ইলেম পিপাসু ছাত্ররা ভীড় করে এখানে। প্রতিবছর এখান থেকে ইলমে দ্বীন অর্জন করে বহু  তালেবে ইলম।

শিক্ষকদের কঠোর পরিশ্রম ও মুরব্বীদের দিকনির্দেশনায় এ বছর বেফাক বোর্ডে আশাতীত ফলাফল করেছে মারকাযের শিক্ষার্থীরা। তাই আগামীতে বেফাক বোর্ডে নতুন মাত্রা যোগের বাসনায় আরও ঢেলে সাজানো হয়েছে মারকাযের প্রতিটি বিভাগ।

এ মারকাযে রয়েছে সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামেরায় মনিটরিং, ৩ বেলা রুচিসম্মত ও স্বাস্থ্যকর খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা, লোডশেডিংকালীন আইপিএসের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা।

দেশের বহু তালেবে ইলমের স্বপ্ন মারকাযুত তাওকয়ায় অধ্যায়ন করার। এসব তালেমে ইলমদের জন্য মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ভর্তির নিয়ম কানুন উল্লেখ করা গেলো।

ভর্তির_নিয়মাবলি
মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

৭ শাওয়াল মঙ্গলবার বাদ ফজর থেকে ফরম বিতরণ ও কোটাভিত্তিক ভর্তির কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

ভর্তি ফরম ১০০/- (সব বিভাগ)

ভর্তি ফী
————
কিতাবখানা ২০০০/- থেকে ২৫০০/-
ফতোয়া বিভাগ ২৫০০/-
হিফজুল কোরআন (বিশেষ বিভাগ) ৫০০০/-
হিফজুল কোরআন (সাধারণ বিভাগ) ৩০০০/-
মোতাররেকা ৩০০০/-

মাসিক খরচ
কিতাবখানা ২০০০/- থেকে ৩০০০/-
ফতোয়া বিভাগ ২০০০/- থেকে ৩০০০/-
হিফজুল কোরআন বিশেষ বিভাগ ৫০০০/- (বিকালে নাস্তাসহ)
হিফজুল কোরআন সাধারণ বিভাগ ৩৫০০/-
মোতাররেকা খরচ ৩০০০/-

অসহায়, গরীব ও মেধাবী ছাত্রদের খরচের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে।

প্রত্যেক বিভাগে ভর্তির সময় অফেরৎযোগ্য এককালীন ১০০০/- টাকা দিতে হবে। যা বিদ্যুৎবিল, গ্যাস বিল, আইপিস ও বিশুদ্ধ পানিসহ শিক্ষার্থীদের জরুরী কাজে ব্যয় হবে।

ভর্তি পরীক্ষা
ইফতায় হেদায়া ৩য় বা চতুর্থ খণ্ড থেকে মৌখিক পরীক্ষা

জামাতখানায় সদ্য শেষ করা জামাতের যে কোনো কিতাব থেকে মৌখিক পরীক্ষা

বিভাগসমূহ
*ফতোয়া বিভাগ (১বছর মেয়াদী)
*তাখাসসুস ফিল বয়ান ওয়াল ইরশাদ (১বছর)
*মেশকাত (বেফাক)
*জালালাইন
*শরহে বেকায়া (বেফাক)
*হেদায়াতুন্নাহু
*কাফিয়া
*নাহবেমীর (বেফাক)
*হিফজুল কোরআন বিভাগ
(বিশেষ ও সাধারণ বিভাগ)
*মোতাফাররেকা
(১৮বছর উর্ধ্ব হাফেজ ও দাখিল পাশ ছাত্রদের জন্য
১বছরে ইবতেদায়ী থেকে মিযান)

ঠিকানা
যাত্রাবাড়ি-শনিরআখড়া সড়ক, ফাতেমানাজ পেট্রোল পাম্পের বিপরীতে, ৩০৮ জামাল মার্কেট (৩য় ও ৪র্থ তলা), যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬

যোগাযোগ: মোবাইল- 01941-686495

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন