‘প্রেমের টানে ভারতীয় কিশোরী ফুলবাড়ীতে, পতাকা বৈঠকে হস্তান্তর’

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি: দীর্ঘ প্রেমের সম্পর্ককে পরিণয়ে রুপ দিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমের টানে ওপার (ভারত) থেকে প্রেমিকের কাছে ছুটে আসা প্রেমিকা রোজিনা খাতুন (১৬) নামের কিশোরীকে ১৪ ঘন্টা পর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার গোরকমন্ডল সীমান্তে। পরে শনিবার দুপুর দেড়টায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কিশোরী রোজিনা খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি। সে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদা হরিদাস গ্রামের আনু মিয়ার মেয়ে।

সীমান্তবাসী ও বিজিবি সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১ টায় দিকে রোজিনা খাতুন পরিবারের অজান্তে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে উপজেলার গোড়কমন্ডল গ্রামের মাহালম মিয়ার ছেলে প্রেমিক জাহিদ হাসানের (২০) কাছে চলে আসে।

রোজিনার পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় খারিদা হরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যদের জানালে বিএসএফ কিশোরীকে উদ্ধারের জন্য শনিবার সকালে গোরকমন্ডল ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে পত্র প্রেরণ করে।

বিজিবির তৎপরতায় জাহিদের পরিবার কিশোরীকে লালমনিরহাট জেলার কুলাহাট বাজার থেকে উদ্ধার করে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলীর মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে দুপুর দেড়টায় ওই সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলারের সাব পিলার ৪ এসের শুন্য রেখায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরীর মা- বাবাও আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার গোলাম মোহাম্মদ, গোরকমন্ডল ক্যাম্পের হাবিলদার মহাসিন কবির, ইউপি সদস্য আনোয়ার হোসেন, পারভীন বেগম এবং ভারতের ৩৮ ব্যাটালিয়ন খারিদা হরিদাস ক্যাম্পের কোম্পানী কমান্ডার অশোক কুমার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার গোলাম মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধারকৃত কিশোরীকে হস্তান্তর করা হয়েছে।

/এসএস

মন্তব্য করুন