

রশীদ আহমদ: নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকা ওজনপার্কে বসবাসরত সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুই নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ এর সাবেক দীর্ঘকালীন চেয়ারম্যান মরহুম ফয়জুল ইসলাম এর জানাযা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে।
গত ৫ই জুন বুধবার বাদ জোহর নিউইয়র্কের অন্যতম দীনি প্রতিষ্ঠান বিএমএমসিসি’তে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্ব সমাবেশে মরহুমের জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল ও ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ ও মরহুমের একমাত্র ছেলে ইমতিয়াজ ইসলাম।জানাযায় ইমামতি করেন বিএমএমসিসির ইমাম ও খতীব মাওলানা দেলোয়ার হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক,নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি, ডাঃ চৌধুরী সারোয়ারুল হাসান,বিশিষ্ট সমাজ সেবক বেলাল উদ্দিন, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল,৫নং আলীর গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আনোয়ার শাহাদাত, ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা, নিউইয়র্ক এর উপদেষ্টা কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দিন,সদস্য ফয়সল আহমদ, আফসর উদ্দিন ও আমীর আলী সহ মরহুমের নিকট আত্মীয়, স্বজন-সুজন সহ বিভিন্ন মহলের প্রবাসীরা।
অন্যদিকে মরহুম ফয়জুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন।
দেশবাসী ও সকল প্রবাসীরা বিভিন্ন স্থানে গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল সহ সমবেদনা প্রকাশ করায় পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মরহুমের ছোট ভাই ও লন্ডন প্রবাসী,তরুণ সংগঠক ছদরুল ইসলাম।বিশেষ করে তিনি ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান এবং লন্ডন থেকে মরহুমের যাবতীয় কার্যক্রমের তদারকি করেন।
উল্লেখ যে, গত ৪ঠা জুন মঙ্গলবার নিউইয়র্কের ওজনপার্কে বসবাসরত সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ এর সাবেক নন্দিত চেয়ারম্যান মরহুম ফয়জুল ইসলাম নিউইয়র্কের অন্যতম দীনি প্রতিষ্ঠান বিএমএমসিসিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।পরে খুতবা চলাকালীন সময়ে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষনিক হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিউইয়র্কের বিএমএমসিসিতে মরহুমের জানাযা শেষে প্বার্শবর্তী অঙ্গরাজ্য নিউজার্সীর মার্লবরো মুসলিম মেমোরিয়াল সেমিটেরীতে তার দাফন-কাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬১বছর। মরহুমের স্ত্রী, এক ছেলে ইমতিয়াজ ইসলাম ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
/এসএস