
ভোলা প্রতিনিধি: ভোলায় মটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে মো. ইকবাল হোসেন (২৬) ও মো. সোহাগ (২০) নামের দুই সহদর ভাইয়ের মৃত্যু হয়েছে। এরা ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর এলাকার আব্দুল হকের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইকবাল ও সোহাগ দুপুরের দিকে বোরহানউদ্দি উপজেলায় দাওয়াত খেতে আসে। দাওয়াত খেয়ে মটরসাইকেলযোগে দৌলতখান যাওয়ার পথে বড় মানিকার ইদারার মোড় এলাকায় আসলে ভোলা থেকে চরফ্যাশনগামী রবিন চৌধুরী এক্সপ্রেস নামক যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়।
এতে সোহাগ ঘটনাস্থলেই মারা যায় ও ইকবাল গুরুতর আহত হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
তিনি জানান, ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে। এবং নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
/এসএস

