স্ত্রীর সঙ্গে ভাতিজার পরকীয়ার জেরে বড় ভাইকে কুপিয়ে খুন!

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুন ৬, ২০১৯

স্ত্রীর সাথে ভাতিজার পরকিয়ার জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম মাইজদীতে।ভাশুরের ছেলের সঙ্গে ছোট ভাইয়ের স্ত্রীর পরকীয়ার জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়।

জানা যায়, ছোট ভাই নিজাম উদ্দিনের স্ত্রীর (২১) সঙ্গে বড় ভাই মাহে আলমের ছেলে রহিমের পরকিয়া সম্পর্ক হয়। এ নিয়ে বড় ভাইয়ের সঙ্গে সোমবার বেলা ৩টার দিকে ছোট ভাই নিজামের ঝগড়া হয়।

ঝগড়ার একপর্যায়ে ছোটভাই নিজাম উদ্দিন উত্তেজিত হয়ে বড়ভাইকে দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। মাহে আলমকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা।

সন্ধ্যা ৬টার দিকে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে রাত ৯টার দিকে ফেনীর মহিপাল পৌঁছালে মাহে আলম মারা যান।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, পশ্চিম মাইজদী কলিম উদ্দিন হাজী বাড়ির মাহে আলম (৪৫) ও তার ছোটভাই নিজাম উদ্দিনের (৩০) মধ্যে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া বাঁধে।

এসময় ছোট ভাই নিজাম দা দিয়ে কোপ দিলে বড় ভাই মাহে আলম মারা যায়। ওসি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের আত্মীয় কবির হোসেন জানান, নিহত মাহে আলমের ছেলে রহিমের সঙ্গে ছোটভাই নিজাম উদ্দিনের স্ত্রীর (২১) পরকীয়ার কারণেই দুই ভাইয়ের ঝগড়া হয়। এরই একপর্যায়ে নিজাম উদ্দিন বড়ভাই মাহে আলমকে কুপিয়ে হত্যা করেন।

/এসএস

মন্তব্য করুন