
পাবলিক ভয়েস: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর রেকটাম থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৫টায় কুয়ালালামপুর থেকে BG 0087 ফ্লাইট যোগে আগত একজন যাত্রীর নিকট থেকে ৮ (আট) টি স্বর্ণবার আটক করা হয় যার মোট ওজন ৮০০ গ্রাম।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রীর নাম সেলিম কে এইচ ( Salim KH) এবং পাসপোর্ট নং BB0364861। গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে BG 0087 বিমানে আগত যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে ।
এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা দল উক্ত ফ্লাইটে আগত যাত্রীদের দিকে নজর রাখে । এক পর্যায়ে যাত্রীকে শনাক্ত করা হয় এবং নজরদারীতে রাখা হয় ।
এরপর যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয় । যাত্রী স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করে কোন কিছু না পেয়ে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে নিলে দেহতে ধাতব বস্তুর অস্তিত্বের সংকেত পাওয়া যায় ।
পরে অধিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার রেকটামে স্বর্ণ থাকার কথা স্বীকার করে । পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার রেকটাম থেকে ৮ টি স্বর্ণবার উদ্ধার করা হয় ।
আটককৃত স্বর্ণবার এর মোট মূল্য প্রায় ৪০ (চল্লিশ) লক্ষ টাক। আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্হা প্রকৃয়াধীন।
/এসএস
