শঙ্কামুক্ত তামিম ইকবাল, খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৯

নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর আগ মুহুর্তে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের ইনজুরির খবর ক্রিকেট ভক্তদের মনে শঙ্কা জাগিয়ে তোলে।


ক্রীড়া প্রতিবেদক: সুস্থ আছেন তামিম ইকবাল। স্কান রিপোর্টে কিছু ধরা পড়েনি। সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলবেন তামিম ইকবাল। এ নিয়ে কোনো শঙ্কা আপাতত নেই।

এর আগে শুক্রবার লন্ডনে অনুশীলনের সময় হাতে ব্যাথা পান তামিম। হাতে ব্যাথা পাওয়ার পর তিনি আর অনুশীলন করেননি। ব্যাথা পাওয়ার ঘন্টাখানেক পর দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন-তামিম ইকবালের বরাতে  জানান,  ‘চোট নিয়ে এখনই মন্তব্য করা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে তামিম বেশ ভালোই বোধ করছে। সে নিজে বলছে যে স্ক্যান করানোর প্রয়োজন নেই। তবে সতর্কতা হিসেবে আমরা (টিম ম্যানেজমেন্ট) আজই হয়তো স্ক্যান করাবো’।

পরে দলের মিডিয়া টিমের পক্ষ থেকে জানানো হয়, আপাতত তামিমের চোট নিয়ে শঙ্কার কিছু নেই। আঘাতের জায়গায় স্ক্যান করা হয়েছে। তেমন কিছু ধরা পড়েনি।

১২তম ক্রিকেট বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর আগ মুহুর্তে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের ইনজুরির খবর ক্রিকেট ভক্তদের মনে শঙ্কা জাগিয়ে তোলে।

/এসএস

মন্তব্য করুন