
শেখ নাসির উদ্দিন, খুলনা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খুলনার বিভিন্ন মার্কেট ও শপিংমল নবরূপে সেজেছে। ক্রেতাদের ভিড়ও বেড়েছে। দিন যতই এগিয়ে আসছে খুলনা মহানগরীসহ বিভিন্ন উপজেলা থেকে নারী, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ঈদের পোশাক কিনতে নগরীর বিভিন্ন মার্কেটে আসছেন। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ক্রেতা সমাগমে মুখর থাকেন নগরী। ব্যবসায়ীদের বিক্রিও বেড়েছে।
তবে এখন রোজা শেষের দিকে তৈরি পোশাক ও অন্যান্য পণ্য সামগ্রী বিক্রি অনেক বাড়বে বলে ব্যবসায়ীরা আশা করছেন। এদিকে ক্রেতারা বলছেন, এবার পোশাক পরিচ্ছদের দাম পূর্বের তুলনায় বেশি। পবিত্র রমজান মাসের শুরু থেকে খুলনা বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানগুলোতে সংগ্রহে রাখা হয়েছে ক্রেতাদের চাহিদা বুঝে হরেক রকম শাড়ি, তৈরি পোশাক প্রভৃতি।
ছিট কাপড়ের দোকানে এখন ভিড় কমেছে। ভাল টেইলরিং শপগুলো অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে। ইতোপূর্বে নেয়া অর্ডারের কাজ সম্পন্ন করতে এখন কারিগররা ব্যস্ত সময় পার করছেন। নামী দামী বিপণি বিতান, শপিংমল থেকে শুরু করে মধ্যবিত্তের মার্কেট, নিম্নবিত্তের দোকানেও এখন নতুন নতুন পোশাকে ঠাসা। এবার তরুণীরা মজেছে গারারা, সারারা, পলাজ্জোতে।
নগরীর কেডিএ নিউমার্কেট, রেলওয়ে বিপণি বিতান, মশিউর রহমান মার্কেট, কবি কাজী নজরুল ইসলাম বিপণি বিতান, দরবেশ চেম্বার, নান্নু সুপার মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিপণি বিতান, হাজী মালেক চেম্বার, নূর চেম্বার, এশা চেম্বার, জলিল টাওয়ার, আড়ং, আঞ্জনস্, এস এম এ রব শপিং কমপ্লেক্স, ডাকবাংলো সুপার মার্কেট ও মানিক মিয়া শপিং কমপ্লেক্স, বড় বাজারসহ নগরীর বিভিন্ন এলাকার মার্কেটে ক্রেতাদের ভিড় দেখা যায়। শহরের বিভিন্ন স্থানে নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত শোরুম রয়েছে। সেখানে বর্তমানের চাহিদা উপযোগী নানা রকমের পোশাকের সমাহার রয়েছে।

