জামালপুরে কিশোরীর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯

জামালপুরের দেওয়ানগঞ্জে অজ্ঞাতপরিচয় (১৭) এক কিশোরীর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩১ মে) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মাইনুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় কিশোরীকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখা হয়। তবে তার একটি হাতের কিছু অংশ বের হয়ে থাকলে সকালে স্থানীয়রা সেই হাত দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলায় রশির দাগ রয়েছে বলে জানান ওসি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন