

স্পোর্টস ডেস্ক: ওভালে বিশ্বকাটের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩১২ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। শুরুর থাক্কা সামলে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮উইকেট হারিয়ে ৩১১ রান তোলে।
এর আগে লন্ডনের কেনিংটন ওভালে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশে সময় সাড়ে তিনটা) টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা।
ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে দলীয় ১ ও ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফিরেন ওপেনার জনি বারিস্ত। এরপর ইনিংস ওপেনার জেসন রয় ও জো রুট ইনিংস ধরে খেলেন। গড়েন ১০৫ রানের জুটি। জেসন রয় ৫৪ ও জো রুট ৫১ রান করে আউট হন। দলীয় অধিনায় ইয়ন মরগান করেন ৫৭ এবং বেন স্টোকস করেন সর্বোচ্চ ৮৯ রান।
দুক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি নাইজিডি ৬৬ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া ইমরান তাহির ও কাগিসো রাবাদা নেন ২ উইকেট করে। অ্যান্ডি ফিলহুকওয়েও নেন ১ উইকেট।
জবাবে এ রিপোর্ট লেখার সময় ১.২ ওভারে ২ রান নিয়ে ব্যাট করছেন কুইন্টন ডি কক ও হাশিম আমলা।
/এসএস