

বেফাকের রেজাল্ট জানতে এই লিংকে প্রবেশ করে রোল নং ও মাদরাসা নাম দিন।
লিংক : WWW.Wifaqresult.com
কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় ৪২ তম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় রেজাল্ট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বেফাকের একাধিক দায়িত্বশীলরা।
কেন্দ্রীয় পরীক্ষার তৎক্ষনিক ফলাফল বেফাকের নিজস্ব ওয়েব সাইটের এই লিংকে পাওয়া যাচ্ছে WWW.Wifaqresult.com লিংকে প্রবেশ করে রোল নং ও মাদরাসা নাম দিলেই পাওয়া যাচ্ছে রেজাল্ট। তবে মেধা তালিকা ও সার্বিক রেজাল্ট শীট আরও দু একদিন পরে পাওয়া যাবে বলে জানা গেছে।
প্রসঙ্গত : ইবতেদায়ি, মুতাওয়াসসিতা, ছানাবিয়া উলয়া ও ফজিলত এই চার মারহালায় গত শাবান মাসে বেফাকের অধীনে ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ৫২৩ টি পুরুষ ও ৬৬৭ টি মহিলা পরীক্ষা কেন্দ্রে মোট ১,৫২,৪৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।