
ভোলা প্রতিনিধি: ভোলায় ঈমান আকিদা সংরক্ষণ কমিটির পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও সিয়াম শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সংগঠনের জেলা শাখার আয়োজনে শহরের চিলি চাইনিজ রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈমান আক্বিদা সংরক্ষন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দিন ফারুকি, উপদেষ্টা মাওলানা সফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম আশ্রাফি, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তরা ইমান আকিদা সংরক্ষণ কমিটির বিভিন্ন কর্মকন্ডের প্রশংসা করে বলেন, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধে ঈমান আকিদা সংরক্ষন কমিটি সব সময় কাজ করে যাচ্ছে। এসময় সংগঠনটির নেতৃবৃন্দকে সমাজের বিভিন্ন অপকর্ম প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার জন্য ধন্যবাদও জ্ঞাপন করেন।

