রাজধানীর কাফরুলে গরীব ছাত্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

আজ মঙ্গলবার ২৮ মে,২২ রমজান, দুপুরের পর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন কাফরুল থানায় গরিব ও অসহায় শিশুদের মাঝে ঈদবস্ত্র ও ইফতার বিতরণ করা হয়েছে।

থানা সভাপতি এম.হাসানুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ দেলোয়ার হুসাইন এর সঞ্চালনায় আইএবি কাফরুল থানা অফিসে এলাকার দুস্থ,গরীব এবং অসহায় ছাত্রদের মাঝে ‘ইফতার এবং ঈদ সামগ্রী’ বিতরণ করেন।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি শাহ মুহাম্মাদ মনোয়ার।

প্রধান অতিথি তার বক্তব্যে সারাদেশে বিভিন্ন নৈরাজ্য এবং অনিয়মের কারণ হিসেবে মানুষের নৈতিক অবক্ষয়কে দায়ী করেন।এজন্য ইশা ছাত্র আন্দোলন সর্বশ্রেণীর ছাত্রদের নিয়ে আদর্শিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মানে কাজ করে যাচ্ছেন।তাই তিনি সকল ছাত্রদেরকে ইশা ছাত্র আন্দোলনে শরীক হয়ে দ্বীন কায়েমের সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান।

সবশেষে প্রধান অতিথি গরীব ছাত্রদের মাঝে ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে ইশা ছাত্র আন্দোলন কাফরুল থানার দায়িত্বশীলগণসহ ইসলামী আন্দোলন এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন