ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

মো: জুয়েল রানা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট মুরছালিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় উপজেলার কাশিপুর

ইউনিয়নের মধ্য অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুরছালিন ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, শিশুটি নিজ বাড়ীতে বৈদ্যুতিক সুইচ বোর্ডে মান্টিপ্লাগে সংযোগ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসছে।

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন