

পঞ্চগড় সরদ উপজেলায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় অরিদ্র (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮) দুপুরে পঞ্চগড় সরদ উপজেলার মিঠাপুকুর এলাকায় নিজ শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত অরিদ্র ওই এলাকার গিয়াস উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৭ মে) রাতে খাওয়া শেষে অরিদ্র তার নিজ শয়ন কক্ষে ঘুমাতে চলে যান। পরদিন সকালে তাকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। ছেলে ঘুমিয়ে আছে ভেবে বাবা-মা নিজের কাজে চলে যান।
ঘুম থেকে না উঠায় দুপুরে ছেলেকে আবারও ডাকাডাকি করেন তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অরিদ্রর ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস