সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস ডেস্ক এডিট

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পানিতে ডুবে ঐশি (৬) ও মিম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের নাজিরের ঘের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঐশি ওই এলাকার আনারুল ইসলামের মেয়ে ও মিম সাগর হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, মিম ও ঐশি এক সঙ্গে খেলা করতে করতে বাড়ির পার্শ্ববর্তী একটি ঘেরে পড়ে যায়। এতে ঘেরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।

কুলিয়া ইউপি সদস্য বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন