
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ছাগলে ফসল খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন।
গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাইয়ের স্ত্রী নুরজাহানকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
নিহত আক্কাজ আলী বন্দকাটি গ্রামের মৃত. মোহাম্মদ আলী গাজীর ছেলে। হত্যাকারী সহোদর বড় ভাই আজগার আলী গাজী।
স্থানীয় ইউপি সদস্য বলেন, ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে গতকাল রোববার বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ৮টার দিকে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে বড় ভাই আজগর আলী ঘর থেকে দা বের করে ছোট ভাই আক্কাজ আলীকে উপর্যুপরি কোপায়। এতে মারা যায় ছোট ভাই আক্কাজ আলী।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বড় ভাই আজগার আলীর দায়ের কোপে ছোট ভাই আক্কাজ আলী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী আগজার আলীর স্ত্রী নুরজাহান বেগমকে আটক করে পুলিশে দেয়। ঘটনার মূল হত্যাকারী আজগার আলীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

