
ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ হতে পারে পুলিশ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন একটি প্রহসনের ও তামাশায় পরিণত হয়েছে।
তিনি বলেন, উচ্চ আদালত কর্তৃক দলীয় প্রার্থিতা বাতিলের পরিপ্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, অবাক বিম্ময়ে লক্ষ্য করছি যে, নির্বাচন কমিশন, প্রশাসন এমনকি বিচার বিভাগ তারা আজকে বাংলাদেশের গণতন্ত্রকে ধবংস করবার জন্য একজোট হয়েছে। এটা আমাদের কাছে শুধু বিস্ময়কর নয়, অত্যন্ত আতঙ্কের। এটা এই কথাগুলো বলছি, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। এছাড়া যেসব আসনে বিএনপির প্রার্থীতা শুন্য বা বাতিল করা হয়েছে সেসব আসনে নির্বাচন স্থগিত করে পরে শিডিউল ঘোষণার দাবি জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একেবারে অবিশ্বাস্য একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে পরিস্থিতিতে কোনো মতেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা হবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নির্বাচনের ৬/৭দিন বাকী। আমরা এখনো আশা করছি যে, নির্বাচন কমিশন শেষ মুহুর্তে এই নির্বাচন অনুষ্ঠানের সাথে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা বাহিনী সকলের মধ্যে দেশপ্রেম-দায়িত্ববোধ কর্তব্যবোধ ও তাদের চার্টারে যা বলা আছে সেভাবে তারা দায়িত্ব পালন করবে।